মূর্মুষ রোগীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন । 1155 0
ছবি,মোছা: কুলসুম বেগম
রনি আহম্মেদ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য । মোছা: কুলসুম বেগম (৩০) স্বামী মো: হুমায়ন কবীর ,গ্রাম: বাদলগঞ্জ ,থানা :বকশীগঞ্জ,জেলা বরিশাল । সে ঘাড়ের টিউমার জনিত কারণে গত ১৭/০৯/২০২০ইং হইতে যমুনা জেনারেল হাসপাতাল,কলেজ গেইট মোহাম্মদপুর (শহীদ সোহরাওর্য়াদী হাসপাতালের বিপরীতে ) চিকিৎসাধীন অবস্থায় আছেন । বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক । চিকিৎসকগণ অপারেশনের পরামর্শ প্রদান করেছেন ,যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে অন্যথায় আরও বড় ধরনের সমস্যার হতে পারে। কিন্তু মোছা: কুলসুম বেগম (৩০)এর স্বামী মো: হুমায়ন কবীর আর্থিক অস্বচ্ছলতা সত্বেও তার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন । বর্তমানে অবস্থার প্রেক্ষিতে আর্থিক অস্বচ্ছলতা ও সাংসারিক অবস্থা বিবেচনায় চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাড়িয়েছে । নিকট আত্মীয় স্বজনদের আর্থিক সাহায্য সহযোগীতা নিয়ে,শেষ সম্বল বাড়িভিটা বিক্রয় করার পরেও তার চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ।
এমত্ববস্থায় উপরোক্ত বর্ননার প্রেক্ষিতে মানব দরদী,দেশরত্ন ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আকর্ষন সহ মানবিক সহযোগীতার জন্য কুলসুমের জীবন বাঁচাতে বিত্তবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছি ।
যোগাযোগ ও আর্থিক সহযোগীতার জন্য
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
সদর শাখা-বরিশাল
সঞ্চয়ী হিসাব নং ১২৭১০১২১২৩৪৮
বিকাশ নং ০১৭৩৫৭৬৬৫৩২/ ০১৯৬৯২৭৭৪০৮